ফেনীতে অপহরণের তিন দিন পর তিন বছরের শিশু শহিদুল ইসলাম আবিরের লাশ পাশবর্তী ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে শহরের মাস্টারপাড়া এনায়েত হাজারি বাড়ির পাশে একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত আবির একই বাড়ির জসিম হাজারীর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত বৃহস্পতিবার দুপুরে তিন বছরের শিশু শহিদুল ইসলাম আবির বাসার সামনে খেলার ছলে অজ্ঞাত ব্যক্তিরা তুলে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে শিশু আবারিকে না পেয়ে চাচা সেলিম হাজারি থানায় লিখিত অভিযোগ করেন। এরপর শনিবার সকালে ওই বাড়ির পাশে একটি ডোবায় শিশু আবিরের লাশ ভেসে উঠে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
প্রাথমিক সুরুতহালে লাশের শরীরের একাধিক আঘাতের চিহৃ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এ ঘটনায় পুলিশ দুপুর পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৫/মাহবুব