মৌলভীবাজারের পৌর শহরের শাহ মোস্তফা (রহ:) মাজার রোডের দারুল মাদ্রাসার সামনে কাভার্ডভ্যান চাপায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের একজন অটোরিকশা চালক। অন্যজন রিকশার যাত্রী গৌতম রায়।
আহত আপর জন মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মৌলভীবাজার মডেল থানার (এ এস আই) নাজমা বেগম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৫/মাহবুব