ঝিনাইদহের মহেশপুর এলাকার সরিষাঘাটা গ্রাম থেকে শনিবার দুপুরে বিশু (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি মহেশপুর উপজেলার শ্যামপুর গ্রামের মোহর আলীর ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বিশু ঢাকায় সিএনজি চালাতো। শ্বশুর বাড়িতে বেড়াতে এসে স্ত্রীর সাথে ঝগড়া করে শ্বশুর বাড়ির পাশের একটা আম বাগানে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।
মহেশপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহিন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর, ২০১৫/মাহবুব