টাঙ্গাইলের মধুপুরে গাঙ্গাইর নামকস্থানে পণ্যবাহী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
রবিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের একজন মধুপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো- মধুপুরের দেউলাবাড়ি গ্রামের আব্দুল খালেক (৪৪), বেকারকোনা গ্রামের জনি ( ২০), আনোয়ার হোসেন (২৫) এবং টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খিলগাতি গ্রামের আব্দুল মালেক (৬০)।
মধুপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর এস, কে তুহিন জানান, পণ্যবাহী একটি ট্রাক মধুপুর যাওয়ার পথে গাঙ্গাইর নামকস্থানে সিএনজিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ ঘটে। এতে সিএনজির তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। আহত হয় আরও ৩ জন যাত্রী। এদের মধ্যে গুরুতর আহত দু'জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৫/মাহবুব