বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গার আলোকদিয়া এলাকায় অজ্ঞাতনামা এক যুবকের (২৬) বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে থানার আলোকদিয়া এলাকায় মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আজ রবিবার সকালে থানার আলোকদিয়া এলাকায় মহাসড়কের পাশে মুখ বাঁধা একটি বস্তা পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় এলকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই যুবককে শ্বাসরোধে হত্যার পর অজ্ঞাত যানবাহনে নিয়ে এসে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৫/শরীফ