কিশোরগঞ্জের ভৈরব বাজারের কাঠবাজার এলাকায় আগুনে একটি স’মিলসহ ১৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রবিাবর ভোর রাত ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আগুন লাগার খবর পেয়ে ভৈরব ও আশুগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, রবিবার ভোর ৪টার দিকে কাঠবাজার এলাকায় আগুন লাগলে প্রথমে স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা চালায়। পরে এ আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভৈরবের ৩টি ও আশুগঞ্জের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বাজারের একটি স’মিল, ৭টি কাঠের দোকান ও ৫টি টিন ও পুরাতন দরজা জানালার ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।
বৈদ্যতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৫/মাহবুব