সাতক্ষীরা জেলার কলারোয়ায় ট্রাকের ধাক্কায় সেলিম রেজা নামের এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জোনাকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা হাশেদ আলীর ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম জানান, কলারোয়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন সেলিম রেজা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে তিনি সাতক্ষীরায় যাচ্ছিলেন। পথিমধ্যে জোনাকি সিনেমা হলের সামনের রাস্তায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৫/মাহবুব