কক্সবাজারের টেকনাফের নাফনদীর সীমান্তে ৭০ হাজার পিস ইয়াবাসহ নৌকা উদ্ধার করেছে বর্ডার র্গাড (বিজিবি)। রবিবার ভোররাতে ৪২ বর্ডার র্গাড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল ইয়াবাসহ নৌকাটি উদ্ধার করেছে।
নাফনদীর বরইতলী এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশের গোপন সংবাদে বিজিবি সেখানে অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি কাঠের নৌকাসহ ইয়াবার প্যাকেট ফেলে নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকা থেকে ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবা ও নৌকার আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ ৮ হাজার টাকা বলে জানা যায়।
বিজিবি অধিনায়ক জানান, উদ্ধার ইয়াবা ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তর প্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৫/ রশিদা