কক্সবাজারের পেকুয়ায় নিজ বাসায় স্ত্রীকে গলাটিপে হত্যার দায়ে স্বামী শহীদুল্লাহর ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাদিকুল ইসলাম তালুকদার এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল্লাহ কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ মাতবরপাড়া এলাকার শামসুল আলমের ছেলে।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট দীলিপ কুমার ধর। অপরদিকে আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী দীলিপ কুমার ধর জানান, ২০১৪ সালের ২৫ আগস্ট দিবাগত রাত দুইটার দিকে পেকুয়া উপজেলার রাজাখালী রব্বত আীল পাড়ায় নিজ বাসায় স্ত্রী এস্তফা বেগমকে গলাটিপে হত্যা করে স্বামী শহীদুল্লাহ প্রকাশ শহীদুল ইসলাম।
এ ঘটনায় নিহতের পিতা শবির আহমদ বাদী হয়ে পেকুয়া থানায় হত্যা মামলা কারেন। দীর্ঘ শুনানি শেষে আসামি দোষী প্রমাণিত হওয়ায় ফাঁসির আদেশ দেন বিজ্ঞ বিচারক।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর, ২০১৫/মাহবুব