কানসাট পল্লী বিদ্যুৎ আন্দোলনের নেতা মোহা. গোলাম রাব্বানী এমপি বলেছেন, ‘সন্ত্রাসের জনপদ শিবগঞ্জ-কানসাটকে শান্তির জনপদে পরিণত করতে আবারো সকলে ঐক্যবন্ধ হন। জামায়াত-বিএনপির তাণ্ডবে লণ্ডভণ্ড শিবগঞ্জ উপজেলার মানুষ এখন ঘুড়ে দাড়িয়েছে। ফলে এখন তারা পদে পদে বাধা পাচ্ছে। তাদের সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ তিনি গতকাল শনিবার রাতে কানসাটের পুকুরিয়াস্থ শেখ রাসেল স্মৃতি মিলনায়তনে কানসাট আন্দোলনে অংশ নেয়া সহস্রাধিক নেতা-কর্মীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, ‘২০০৬সালে বিদ্যুতের জন্য কানসাটের মানুষ বুকের রক্ত দিয়ে নিজেদের দাবী আদায়ে তৎকালীন বিএনপি-জামায়ত জোট সরকারকে পরাজিত করেছিল। কিন্তু বর্তমানে পরাজিত শক্তি পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। তারা এবার চোরাগোপ্তা হামলা শুরু করে শিবগঞ্জ-কানসাটকে অশান্ত করে তুলতে চাইছে। তাই এ ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। আবারও ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ এসময় সমাবেশে অংশ নেয়া সন্ত্রাসকবলিত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর, ধোবরা, মুসলিমপুর পারদিলালপুর, সন্ন্যাসী এলাকার সহস্রাধিক মানুষ জামায়াত-বিএনপি’র সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সমাবেশে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন হোসেন আলী, আব্দুস সালাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৫/শরীফ