বগুড়ার আদমদিঘী উপজেলা থেকে শনিবার গভীর রাতে পুলিশ ৪ জামায়াত কর্মীকে আটক করেছে। এছাড়াও আদমদীঘি উপজেলার সাবেক শিবিরের সভাপতি এনামুলের বাড়ি তল্লাশি করে বেশ কিছু ইসলামী বই উদ্ধার করেছে।
আদমদীঘি থানার ওসি শওকত কবির জানান, আটককৃত ব্যক্তিরা হলেন উপজেলার শহরপুর গ্রামের আবু তালেবের ছেলে সুলতান মাহমুদ মুকুল (৪০), একই এলাকার আব্দুল করিমের ছেলে আবু সাঈদ (২৮), কুসুম্বি গ্রামের কেরামত আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪২) ও বছিপোড়া গ্রামের ছেলে মজিবর রহমানের মোকলেছুর রহমান (৫০)। এছাড়াও ঢাকায় এএসআই ইব্রাহিম হত্যা মামলার আসামী আদমদীঘি উপজেলার শিবিরের সাবেক সভাপতি এনামুলের বাড়ি তল্লাশি করে বেশকিছু বই উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা নাশকতা মামলার আসামী।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৫/শরীফ