চট্টগ্রাম মাছ ধরতে গিয়ে নিহত হয়েছেন চাচা-ভাতিজা। শনিবার রাতে রাঙ্গুনীয়া উপজেলার কর্ণফুলী নদীর ফেরিঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন চাচা মোহাম্মদ মাহবুব ও ভাতিজা মো. জুয়েল।
রাঙ্গুনীয়া থানার ওসি হুমায়ন কবির বলেন, শনিবার বিকেলে কর্ণফুলী নদীর ভাটার মাছ ধরতে যায় চাচা-ভাতিজা। এসময় ফেরিঘাটে পরিত্যক্ত পন্টুনের নিচে মাছ ধরতে প্রবেশ করে তারা। পন্টুনের নিচে অন্ধকারে মাছ শিকারের সময় নদীতে জোয়ার চলে আসলে পন্টুন ভেসে উঠে এবং ভিতরে তারা আটকা পড়ে। এতে তাদের মৃত্যু হয়। পরে ফেরির পন্টুনের একাংশ কেটে তাদের লাশ উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৫/ রশিদা