ঘোড়াঘাট মাদ্রাসার মাটির দেওয়াল চাপা পড়ে মোঃ হাবিল (০৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মৃত শিশু হাবিল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট ইউনিয়নের বানিয়াল গ্রামের মোঃ হামেদ আলীর পুত্র।
রবিবার বিকেল ৪টায় ঘোড়াঘাট উপজেলার ঘোড়াঘাট ছেচুরিয়া মাদ্রাসার মাটির দেওয়াল ভেঙ্গে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মোঃ ফরিদুল ইসলাম জানান, নিহত হাবিল বিকেলে উপজেলার ঘোড়াঘাট ছেচুরিয়া মাদরাসা মাঠে কয়েকজন বন্ধুর সাথে খেলা করছিল। এসময় মাদরাসার একটি পরিত্যাক্ত মাটির ভবনের দেওয়াল ভেঙ্গে তার উপর পড়ে। পরে এলাকার লোকজন মাটির সরিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ঘোড়াঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ তহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন