নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় যাত্রীবাহী বাস চাপায় গ্যারেজ মিস্ত্রী মো. ওসমান (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরোও দুই জন আহত হয়েছেন। আহতরা হলো কামাল (২৩), জাফর(২৭)।
শনিবার দিবাগত রাত ১০টার দিকে পৌরসভার ঢাকা-নোয়াখালী সড়কের জহির গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের শাহ আলমের ছেলে। তিনি পেশায় জহির গ্যারেজে মিস্ত্রী ছিলেন।
স্থানীয়রা জানায়, রাতে গ্যারেজ থেকে একটি সিএনজি অটোরিকশা মেরামতের পর পরীক্ষা করার জন্য গাড়ীটি চালিয়ে প্রধান সড়কের দিকে যাচ্ছিলেন ওসমান। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা হিমাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ওসমান নিহত হয়। এসময় তার সাথে অটোরিকশায় থাকা আরোও দুই জন আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এতবে এঘটনায় এখনোও পর্যন্ত কোন মামলা হয়নি।
বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন