কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ৫ দফা দাবিতে ফার্মাসিটিক্যালস্ রিপ্রেজেন্টিটিভ এ্যাসোসিয়েসন (ফারিয়া) ঝিনাইদহের কোটচাঁদপুর শাখার উদ্যোগে মানব বন্ধন পালন করা হয়েছে।
আজ দুপুর ১২টায় কোটচাঁদপুর উপজেলা হাসপাতালের সামনে ফারিয়ার সকল সদস্যবৃন্দ এতে অংশ নেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের ৫ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান।
নেতৃবৃন্দ বলেন, আমরা শিক্ষিত হয়েও আমাদের চাকুরীর কোন নিরাপত্তা নাই। মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে আমাদের অন্যান্য ভাতাদী দিতে হবে। তাহলে আমাদের পরিবার পরিজন নিয়ে পথে দাঁড়াতে হবে। এ সময় বক্তব্য রাখেন-ফারিয়ার উপজেলা সভাপতি মীর হোসেন মিলন, সাধারণ সম্পাদক আমিনূর রহমান পিণ্টু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ডালিম, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক আমিরুল ইসলাম প্রমূখ। ফারিয়া নেতৃবৃন্দের ৫দফা দাবীগুলো হচ্ছে চাকুরীর নিশ্চিয়তা চাই, সরকারী ৭ম গ্রেডে সমপরিমান বেতন চাই, সাপ্তাহিক ছুটি সহ সরকারী ছুটি চাই, ফারিয়ার নিবন্ধন চাই, বেতন-ভাতা বৃদ্ধি সহ সকল সরকারী সুযোগ-সুবিধা চাই।
বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন