বরিশালের গৌরনদী উপজেলার বাহাদুরপুর গ্রামের এক যুবতীকে মুঠোফোনে যৌন হয়রানীর দায়ে রাসেল বেপারী নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার রাতে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মাসুদ হাসান পাটোয়ারী এই দণ্ডাদেশ দেন।
রাসেল পার্শ্ববর্তী কালকিনি উপজেলার ঠেঙ্গামারা গ্রামের মৃত ইসমাইল বেপারীর ছেলে। রাসেলকে রবিবার দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
গৌরনদী থানার ওসি মো. আলাউদ্দিন জানান, কালকিনি উপজেলার ঠেঙ্গামারা গ্রামের বখাটে রাসেল বেপারী প্রায়ই মুঠোফোনে গৌরনদীর বাহাদুরপুর গ্রামের এক যুবতীকে যৌন হয়রানী করে আসছিল। পুলিশের পরামর্শে যুবতী প্রলোভন দেখিয়ে বখাটে রাসেলকে শনিবার বিকালে বাহাদুরপুর গ্রামে খবর দিয়ে আনেন। তখন স্বজনরা রাসেলকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক তাকে কারাদণ্ড দেন।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৫/ এস আহমেদ