মানবতাবিরোধী অপরাধে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আনিছুর রহমান মানিকসহ পাঁচজনের বিরুদ্ধে এবার মামলা দায়ের হয়েছে। রবিবার দুপুরে ময়মনসিংহের ৩ নং আমলি আদালতে এ মামলাটি দায়ের করেন উপজেলার বারইগাঁও গ্রামের মো. হাফিজ উদ্দিন।
মামলায় সাবেক এমপি মানিক ছাড়াও আরও চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন- মানিকের ভাই মোখলেছুর রহমান মুকুল, সাইদুর রহমান রতন, শামসুল হক ফকির ও সুলতান আহমেদ ফকির।
অভিযোগে বলা হয়, মহান মুক্তিযুদ্ধের সময় স্থানীয় বারইগাঁও গ্রামের হাফিজ উদ্দিনসহ আরো বেশ কিছু বাড়িতে লুটতরাজ ও অগ্নিসংযোগ করেন স্থানীয় বালিপাড়া ইউনিয়ন রাজাকার বাহিনীর কমান্ডার আনিছুর রহমান মানিকের নেতৃত্বে রাজাকার সদস্যরা। এছাড়া মুক্তিযুদ্ধের সময় আগষ্ট থেকে নভেম্বর পর্যন্ত স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে হত্যা, সংখ্যালঘু লোকদের জোরপূর্বক ধর্মান্তরিত করা এবং সংখ্যালঘু নরেন্দ্রনাথসহ অসংখ্য লোকদের হত্যা করারও অভিযোগ রয়েছে এ রাজাকাদের বিরুদ্ধে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার জানান, বিজ্ঞ বিচারক মিটফুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করে পরবর্তীতে আদেশ দিবেন বলে জানিয়েছেন।
এর আগে জাতীয় পার্টির এ আসনেরই বর্তমান সংসদ সদস্য এম এ হান্নান মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৫/ এস আহমেদ