চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ 'এমভি কর্ণফুলী-৪' হতে প্রায় কোটি টাকা মূল্যের চার লক্ষ ৪৩ হাজার ৮০০ বর্গমিটার কারেন্ট জাল ও ৮শ' কেজি পলিথিন আটক করা হয়।
চাঁদপুর স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট এম এইচ রশিদ ও কোস্টগার্ড সদস্য মো. মকবুল হোসেন এর নেতৃত্বে একটি অপারেশন দল শনিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করে।
আটককৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য ৮৮ লক্ষ ৭৬ হাজার টাকা। আটককৃত কারেন্ট জালগুলো রবিবার সকাল ১১টায় মৎস্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে চৌধুরীঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়। পলিথিনগুলো চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৫/ এস আহমেদ