নোয়াখালীর চাটখিল পৌরসভার ছয়ানী-টগবা গ্রামে ছাত্রলীগ কর্মী তারেক হোসেন স্বপনকে (২৪) নিজ বসতঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ ছাত্রলীগ কর্মীরা। রবিবার বেলা ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত তারেক হোসেন স্বপন চাটখিল পৌরসভার ছয়ানী-টগবা গ্রামের ছিদ্দিক উল্যার ছেলে। তিনি পৌর ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।
স্থানীয়রা জানায়, চাটখিল পৌর ছাত্রলীগের সম্মেলনের সময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক রবিউল আউয়াল রবিনের বিরোধিতা করে ছাত্রলীগ কর্মী তারেক হোসেন স্বপন। এ বিরোধিতার জের ধরে রবিবার বেলা ১১টার দিকে রবিনের নেতৃত্বে ছাত্রলীগ কর্মী রাব্বি, রিশাদসহ ৬-৭ জন অস্ত্রসস্ত্র নিয়ে স্বপনের বসতঘরে প্রবেশ করে। এসময় তারা ঘুমন্ত অবস্থায় থাকা স্বপনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা ঘরের বাহিরে গিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বপনকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম উদ্দিন জানান, নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর, ২০১৫/ রশিদা