দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর মহাসড়কে পিক-আপ ভ্যানের চাপায় মাসুমা বেগম (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছে। নিহত মাসুমা বেগম ফুলবাড়ীর জব্বার পাড়া মুবারকপুর গ্রামের শাহাজাহান আলীর স্ত্রী এবং ২ কন্যা সন্তানের জননী।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়ী-পার্বতীপুর মহাসড়কের মুবারকপুর মোড়ে ওই গৃহবধূকে চাপা দেয় দ্রুতগতির পিক-আপটি।
প্রত্যক্ষদর্শী ফুলবাড়ীর মোবারকপুর গ্রামের মশিউর রহমান জানায়, গৃহবধূ মাসুমা জমির ধান ক্ষেত দেখার জন্য মহাসড়ক পার হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ফুলবাড়ী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী একটি পিক-আপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন মাসুমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ওসি মোস্তাক আহম্মেদ সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৫/ এস আহমেদ