বগুড়ার মোকামতলায় ৯ কেজি রুপার তৈরি অলঙ্কার এবং নগদ ৬৩ হাজার টাকাসহ ইমরান আলী (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
ইমরান রাজশাহী জেলার বাঘমারা উপজেলার বাইগাছা গ্রামের মৃতঃ ইলিয়াস আলীর ছেলে।
শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামীম আক্তার জানান, রবিবার দুপুর ৩টায় জয়পুরহাট থেকে বগুড়াগামী যাত্রীবাহী বাস তল্লাশী করে ওই পরিমান রুপা এবং নগদ টাকাসহ তাকে আটক করা হয়। সে নূপুর (পায়ের অলঙ্কার) বানিয়ে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের হয়েছে।
বিডি-প্রতিদিন/ ২৫ অক্টোবর ১৫/ সালাহ উদ্দীন