বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামে এক পরিবারের ছয়জনকে খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে মালামাল লুটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতের যে কোন সময় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে মুমূর্ষ অবস্থায় তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
স্থানীয়রা জানান, হোসেনাবাদ গ্রামের বাসিন্দা বাবুল হাজীর ঘরে বুধবার রাতের খাবারের সঙ্গে কৌশলে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে দুর্বৃত্তরা। রাতে পরিবারের সকলে ওই খাবার খেলে বাবুল হাজী, মনি বেগম, রেশমা আক্তার, হাবিবুর রহমান, রামিম এবং তামিম একে একে অচেতন হয়ে পড়েন। এ সময় দুর্বৃত্তরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ ঘরের মূল্যবান মালামাল নিয়ে যায়।
বৃহস্পতিবার সকালে ওই বাসার কারো কোন সাড়া শব্দ না পেলে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে ওই ঘর থেকে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেলে ভর্তি করে।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ