মৌলভীবাজারে ট্রাক পাচায় সাবিনা নামের সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার চৌমুনাস্থ টিসি মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাবিনা বেগম শ্রীমঙ্গল উপজেলাধীন মুতিগঞ্জ গ্রামের ফয়জুল হকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, খালা সাবিনাকে নিয়ে রাস্তার পাশে একটি হোটেলে বসে ছিলেন। মা রাস্তার অপর পারে থাকায় শিশুটি রাস্তা পার হয়ে মায়ের কাছে যেতে চাইলে চাঁদনীঘাটের দিক থেকে আসা ট্রাকের নিছে পড়লে ঘটনাস্থলেই তার মৃত হয়। সাবিনা মায়ের সাথে নানা বাড়ি সদর উপজেলার রায়শ্রী গ্রামের আনিব খানের বাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয় লোক গাতক ট্রাকটি আটক করেন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ ও গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মৌলভীবাজার মডেল থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৫/মাহবুব