মাদারীপুরের আলোচিত আজিজুল হত্যা মামলার তালিকাভুক্ত ২ আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যের চক গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মধ্যের চক গ্রামের একটি সরিষা ক্ষেতে শাহআলম (৪৫) ও বক্কা মাতুব্বর (৫০) নামে দুই ব্যক্তির লাশ দেখে স্থানীয়রা পুলিশ খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাপাতাল মর্গে প্রেরণ করেছে। তাদের মাথায় গুলিবিদ্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টির সক্রিয় সদস্য। এছাড়াও আলোচিত আজিজুল হত্যা মামলার তালিকাভুক্ত আসামি ছিলেন।
মাদারীপুর সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির জানান, দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। লাশের মাথা গুলিবিদ্ধ ছিল। এটা ক্রসফায়ার নাকি নিজেদের আন্ত:দ্বন্দ্ব তা তদন্তের পরে জানা যাবে।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৫/মাহবুব