সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা বাংলাদেশ পেয়েছি। আর তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে এগিয়ে চলছে দেশ। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করে ভুল করেননি। পারমানবিক বোমা ছাড়া বাংলাদেশ আজ আর্থ-সামাজিক উন্নয়ন সূচকের ক্ষেত্রে পাকিস্তান থেকে এগিয়ে আছে। আমরা হারিনি। উন্নয়নে, অগ্রগতিতে পাকিস্তানকে পেছনে ফেলে বাংলাদেশ সকল সূচকে এগিয়ে আছে।
বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বরে আবিস্কৃত বৌদ্ধ নগরী পরিদর্শন শেষে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন।
পদ্মা সেতুর কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ তার নিজস্ব তহবিল দিয়ে এরকম একটি সেতু নির্মাণ করতে পারে বিশ্ব ব্যাংক তা ভাবতে পারেনি। যখন বিশ্ব ব্যাংক পদ্মা সেতু থেকে সরে যায় তখন তারা তা স্বপ্নেও ভাবেনি যে বাংলাদেশ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারে। বঙ্গবন্ধু কন্যা সেটা প্রমাণ করেছেন যে আমরা পারি।
তিনি বলেন, আমার খুব ভালো লাগছে, অনেক মানুষের অপরিসীম ত্যাগে আজ পদ্মা সেতু বাস্তবায়ন সম্ভব হচ্ছে। এখন পদ্মা সেতু আর স্বপ্ন নয়, রূপকথাও নয়, এটি দৃশ্যমান।
আওয়ামী লীগের প্রেসিডেয়িাম সদস্য ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক নূহ-উল-আলম লেনিনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সাবেক হুইপ ও স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আধ্যাপক ড. সোনিয়া নিশাত আমীন, প্রত্মতত্ত্ব অধিদপ্তর মহাপরিচালক মো. আলতাফ হোসেন, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, বিক্রমপুর অঞ্চলে প্রত্মতাত্ত্বিক খনন ও গবেষণা কেন্দ্রের গবেষণা পরিচালক ড. সুফি মোস্তাফিজুর রহমান, চীনের কালচারাল কাউন্সিলর চেং সুয়াং, চীনা দূতাবাস ২য় সচিব হুয়াং লে প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৫/মাহবুব