নির্মাণাধীন দ্বিতীয় তিস্তা সড়ক সেতুর গার্ডার ফের ভেঙে পড়েছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে এক প্রকৌশলী আহত হয়েছেন।
সেতুর পিলারের উপর স্থাপনের সময় গেন্ট্রি ক্রেন (স্থানান্তর যন্ত্র) থেকে স্লিপ করে ১৫৭ টন ওজনের গার্ডারটি ভেঙে পড়েছে বলে দাবি করেছে এলজিইডি কর্তৃপক্ষ।
গত ১৫ নভেম্বর চতুর্থ গার্ডারটি স্থাপনের জন্য মূল সেতুতে নেওয়ার সময় ক্রেনে তুলতেই সেটি নিচে পড়ে ভেঙে যায়। প্রায় এক মাসের ব্যবধানে ১৭ ডিসেম্বর আরো একটি গার্ডার ভেঙে পড়ল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে সেতুর নির্মাণস্থল থেকে ২২ নম্বর গার্ডারটি মূল সেতুর পিলারে স্থাপনের সময় নদীর চরে পড়ে গিয়ে চার টুকরো হয়ে যায়। ঘটনার সময় ওই গার্ডারের উপর থাকা নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রকৌশলী সাইফুল ইসলামও নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ