লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ থানার সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একইসঙ্গে মুক্তিযোদ্ধা পরিবারগুলোর মাঝে ১৫০০ কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সদর থানা আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আজাদ ভঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ মডার্ন হাসপাতালের পরিচালক মো. আনোয়ার হোসেন খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার অনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফুল ইসলাম।
সংবর্ধনা সভায় বক্তারা, নিজের জীবন বিপন্ন রেখে দেশ স্বাধীন করায় মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামী বাংলাদেশ গঠনে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে আরো একটি যুদ্ধ করার আহবান জানান। মডার্ন হাসপাতালের পরিচালক তার বক্তব্যে জেলার অসুস্থ মুক্তিযোদ্ধাদের স্বল্প মূল্যে সেবা প্রদান করার ষোষণা দেন।
বিডি-প্রতিদিন/১৭ ডিসেম্বর, ২০১৫/মাহবুব