হবিগঞ্জে ডাকাতের হামলায় ডিবির এসআইসহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের গুলিতে পাঁচ 'ডাকাত' আহত হয়েছে। তাদের আটক করে পুলিশি প্রহরায় হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- চুনারুঘাট উপজেলার কাচুয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে ফজল আলী (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া গ্রামের হোসেন আলীর ছেলে রাসেল মিয়া (২৫), একই জেলার কসবা শহরের রফিক মিয়ার ছেলে সফিক মিয়া (২৫), হবিগঞ্জের বাহুবল উপজেলার গোহারুয়া গ্রামের মনতাজ আলীর ছেলে সায়েদ আলী (৩৫) ও চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি গ্রামের সফর আলীর ছেলে লিটন মিয়া (২০)।
জেলার সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনির জানান, রাত সাড়ে ৯টার দিকে একদল ডাকাত হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের মাহমুদপুরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি হবিগঞ্জ ডিবি পুলিশ জানতে পেরে অভিযান চালায়। এ সময় ডাকাতরা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায়। এতে ডিবি পুলিশের এসআই সুদীপ রায়, ইকবাল বাহার, আব্দুল করিম, মুসলিম, আব্দুল হালিম, শাহীন আলম, শহিদুল ইসলামসহ সাতজন আহত হন।
তিনি আরও জানান, এ সময় পুলিশ আত্মরক্ষার্থে আট রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় পাঁচজনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে একটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ