লক্ষ্মীপুরের কমলনগরে অস্ত্রের মুখে নৈশপ্রহরীদের বেঁধে তিনটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতদল নগদ টাকাসহ ৪৭ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায়।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মুন্সিরহাট বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুই ব্যক্তিকে আটক করেছে।
স্থানীয় চর মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডা. আলী আহাম্মদ বলেন, গভীর রাতে ২৫/৩০ জনের একদল ডাকাত মুন্সিরহাট বাজারে অস্ত্রের মুখে নৈশপ্রহরীদের বেঁধে ফেলে। পরে ইব্রাহিম, রুবেল ও সুমনের স্বর্ণের দোকানে হানা দেয়। ডাকাতদল ওই তিন দোকানের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়। এ সময় ডাকাতদের হামলায় বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি আহত হন। তাকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি- ইব্রাহিমের স্বর্ণের দোকান থেকে প্রায় ৬০ ভরি স্বর্ণ, ১২০ তোলা রুপা ও নগদ ১ লাখ ২০ হাজার টাকা, সুমনের দোকান থেকে প্রায় ২০ লাখ টাকার এবং রুবেলের ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার নিয়ে যায় ডাকাতরা।
স্থানীয় হাজিরহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খাঁন ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ