কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার নলখোলা এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শ্যালিকা-দুলাভাই নিহত হয়েছেন। এ ছাড়া ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক লতা (৩০) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝিনাইদহ জেলার শৈলকুপার জ্যেষ্ঠপুর গ্রামের কদর মণ্ডলের মেয়ে জাহানারা খাতুন (২৭) ও তার চাচাতো দুলাভাই মুনিব (৩৭)।
ইবি থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে সকালে তারা নলখোলা থেকে ঝিনাইদহে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রাকচাপায় শ্যালিকা-দুলাভাই নিহত এবং মোটরসাইকেলচালক আহত হয়েছেন। আহত চালককে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ