ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাজারের কালী মন্দিরের বেশকিছু প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতের যে কোন সময় প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির সদস্যরা।
এ নিয়ে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের পাশাপাশি আতংক বিরাজ করছে। মন্দিরের সেবাইত অমল কুমার সাহা জানান, প্রতিদিনের ন্যায় তিনি আজ (শুক্রবার) ভোরে মন্দিরে গিয়ে দেখতে পান মন্দিরে রাখা রাধাকৃষ্ণ, গৌর নিতাই, শিব ও কালী দেবীর ৬টি প্রতিমা কে বা কারা ভাংচুর করে মাটিতে ফেলে রেখেছে। বিষয়টি তিনি মন্দির কমিটির সদস্যদের জানান।
কালী মন্দিরের সভাপতি বিকাশ চন্দ্র সাহা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য দুবৃর্ত্তরা এ ঘটনাটি ঘটিয়েছে। একই সাথে তিনি কালী মন্দিরের প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
প্রতিমা ভাংচুরের ঘটনায় সকালে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফসারউদ্দিন আহমেদ জানান, প্রতিমা ভাংচুরের সঙ্গে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ