ঢাকা-বরিশাল মহাসড়কের তাঁতীকান্দা এলাকায় যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে।
স্থানীয়, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে চন্দ্র পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় নসিমনের যাত্রী বেলায়েত শেখ (৩০) ঘটনাস্থলেই নিহত হন। নিহত বেলায়েত মাদারীপুরের রাজৈর উপজেলার বাসুদেবপুর গ্রামের সাথী শেখের ছেলে।
এছাড়াও আহত হয়েছেন নিহত বেলায়েতের ভাই এমারাত শেখ(২৮), একই উপজেলার দেমরাকান্দি গ্রামের ইলিয়াস মাতুব্বরের ছেলে মারুফ মাতুব্বর(২৭), কাশিপুর গ্রামের এসাহাক শেখের ছেলে এসরাফিল শেখ (২৫)। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করছেন।
বিডি-প্রতিদিন/১৮ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ