লক্ষ্মীপুরের রায়পুরে এ বছর সয়াবিন উৎপাদনে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। উপজেলার বিভিন্ন হাট-বাজারে চলছে সয়াবিন বেচাকেনা। ট্রাকের পর ট্রাক বোঝাই সয়াবিন নিয়ে যাচ্ছে দেশের বড় বড় কোম্পানিগুলোতে। ব্যস্ত সময় কাটাচ্ছেন এখানকার ক্রেতা-বিক্রেতা ও শ্রমিকরা। দেশের সয়াবিনের মধ্যে শতকরা ৭০ ভাগ সয়াবিন এ উপজেলায় উৎপাদন হয়।
এ বছর ৪০ হাজার মেট্রিক টন সয়াবিন উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তারা। বর্তমান বাজার অনুযায়ী যার দাম প্রায় ২৫০ কোটি টাকা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ উপজেলায় এ বছর ৮ হাজার ৩শ হেক্টর জমিতে সয়াবিনের চাষাবাদ করা হয়। অনাবৃষ্টি-অতিবৃষ্টি, ঝড়-তুফান ও পোকা-মাকড়ের আক্রমন থেকে রেহাই পাওয়ার কারণে এবার ফলন ভালো হয়েছে। গত বছরের তুলনায় এ বছর প্রায় ৮শ হেক্টর বেশি জমিতে চাষাবাদ করা হয়েছে।
উপজেলার হায়দরগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান জানান, ‘এখানে সয়াবিন প্রসেসিং সেন্টার না থাকার কারনে কৃষকরা যেমন সয়াবিনের ন্যায্যমূল্য পান না, তেমনি আমাদেরও খরচ যায় বেড়ে। তাই এ খাতে রাষ্ট্রায়ত্ব ও বেসরকারী ব্যাংকগুলো বিনিয়োগ করলে কৃষকরা সয়াবিনের ন্যায্যমূল্য পেত, অপরদিকে এখানে শিল্প কারখানা গড়ে উঠার মাধ্যমে অনেক লোকের কর্মসংস্থানেরও ব্যবস্থা হতো।’
বিডি প্রতিদিন/ ২৪ মে ২০১৬/ হিমেল-১৭