ভোলা সদর উপজেলার রাজপুর ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে দুই যুবককে আটক করেছে পুলিশ। এরা হলেন জাকিরুজ্জামান মনির ও মো. শাহাবুদ্দিন। এসময় তাদের কাছে থাকা দুইটি ওয়ান শুটার গান ও দুই রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বাড়ি রাজাপুর ইউনিয়নে। রবিবার রাতে পুলিশ রাজাপুর ইউনিয়নের চর আনন্দ পার্ট-থ্রী গ্রামে অভিযান চালিয়ে মনির ও শাহাবুদ্দিনকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে ভোলা থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়।
ভোলা থানার ওসি মীর খাইরুল কবীর জানান, পুলিশের গোপন সংবাদ এর ভিত্তিতে এদেরকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি, ২০১৭/ফারজানা