নতুন বছর উদযাপন উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। রবিবার রাতে জেলা পরিষদ ডাকবাংলা চত্বরে সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম টুর্নামেন্টের উদ্বোধন করেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল বাশারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক তাহমিনা সিদ্দিকী, পৌর মেয়র এনায়েত হোসেন, কালকিনি পৌরসভার প্রতিষ্ঠাতা প্রশাসক আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান দোদুল ও মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন। এসময় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি, ২০১৭/ফারজানা