নাটোরের সিংড়া উপজেলার রাতাল গ্রামে প্রতিপক্ষের টেঁটার আঘাতে আহত কৃষক আব্দুর রশিদ (৫৫) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার ভোর ৪টার দিকে ঢামেক হাসপাতালে মারা যান বলে নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল।
নিহত কৃষক আব্দুর রশিদের বাড়ি উপজেলার রাতাল গ্রামে। এদিকে, আব্দুর রশিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, একটি খাস জমির নিয়ে কৃষক আব্দুর রশিদের সঙ্গে একই গ্রামের আব্দুস সালাম ও ফরিদ হাজীর বিরোধ ছিল। এ নিয়ে গত ঈদুল আযহার আগের দিন প্রতিপক্ষরা আব্দুর রশিদকে মারধর করে গুরুতর জখম করেন। এ ঘটনায় আব্দুল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে।
ওসি আরও জানান, ওই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা শুক্রবার রাতে ঘুমন্ত অবস্থায় জানালা দিয়ে আব্দুর রশিদকে টেঁটা বিদ্ধ করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।। সেখানেও তার অবস্থার অবনতি হলে রবিবার রশিদকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার মারা যান তিনি।
এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৬/মাহবুব