ফরিদপুরে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়। বেলুন উড়িয়ে র্যালিটির উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।
র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক এএসএম আলী আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক, সদর উপজেলা চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবর, অতিরিক্ত জেলা প্রশাসক প্রতাব চন্দ্র, অধ্যাপক আবদুস সামাদ, অধ্যাপক মো. শাহজাহান, শহর সমাজসেবা অফিসার নুরুল হুদা, এফডিএর পরিচালক আজহারুল ইসলাম, আমরা কাজ করি (একেকে) সংস্থার পরিচালক এম এ জলিল, বিএফএফের পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, পথকলি সংস্থার পরিচালক বেলায়েত হোসেন, আভার পরিচালক সুরেশ চন্দ্র হালদার, রাসিনের পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ।
বিডি প্রতিদিন/২ জানুয়ারি, ২০১৭/ফারজানা