টিআইবির চেয়ারম্যান ও মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, নারীরা বর্তমানে নানাভাবে অগ্রসর হয়েছে। অনেক কিছু অর্জনও হয়েছে। কিন্তু পুরুষতান্ত্রিকতার মৌলিক নীতিগুলোকে এখনো মোকাবেলা করতে পারি নাই।
বৃহস্পতিবার নেত্রকোনায় আয়োজিত 'নারীর অর্থনৈতিক, সামজিক, রাজনৈতিক ক্ষমতায়ন : অভিজ্ঞতা, সীমাবদ্ধতা ও ভবিষ্যত করণীয়' শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
সুলতানা কামাল আরও বলেন, এখনো নারীদের অধস্থন রাখার মনোভাব রয়েছে। আর তাই রাষ্ট্রীয়নীতিতে এখনো পূর্ন প্রতিফলন আমরা দেখতে পাই না। সেজন্য পরিবারে এবং সমাজে তার উপযুক্ত সংস্কৃতি তৈরি করতে হবে।
শহরের শিবগঞ্জ রোডস্থ বেসরকারি সংগঠন স্বাবলম্বী উন্নয়ন সমিতির কার্যালয়ে ওই সেমিনারের আয়োজন করা হয়। সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে নারীর প্রবেশাধিকার (একসেস) কর্মসূচির উদ্যোগে সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনটির কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান অধ্যাপক রওশন আক্তার।
নেত্রকোনা সরকারী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আফজালুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ যতীন সরকার, এডভোকেট সুপ্রিয় চক্রবর্তী, সদর উপজেলা পরিষদরে নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, ময়মনসিংহ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মনিরা বেগম, স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, স্বপন পাল, আবু আব্বাছ মহাবিদ্যালয়ের প্রভাষক নাজমুল আলম, নেত্রকোনা মহিলা পরিষদের রেহানা সিদ্দিকী, কহিনুর বেগম, নাইম সুলতানা লিভন প্রমুখ। এর আগে অতিথিদেরকে ক্রেস্ট এবং উত্তরীয় পরিয়ে দেন সংগঠনের নির্বাহী পরিচালক বেগম রোকেয়া।
বিডি প্রতিদিন/৫ জানুয়ারি, ২০১৭/ফারজানা