বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ৪ ইন্টার্ন চিকিৎসকের শাস্তি প্রত্যাহারের লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত কর্মবিরোতি চালিয়ে যাওয়ার ঘোষণা। আজ সোমবার দুপুরে বগুড়ার ইন্টার্ন চিকিৎসকদের মুখপ্রাত্র ডা. কুতুব উদ্দিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন পালন শেষে এ কথা বলেন।
মানববন্ধনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ বগুড়া শাখা ও স্বাধীনতা চিকিৎসা পরিষদ'র নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন। মানববন্ধন চলাকালীন সময়ে শাস্তি মওকুফ ও ধর্মঘট প্রত্যাহার খবর এলেও তারা মানববন্ধন কর্মসূচি চালিয়ে যান এবং লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার কথা বলা হয়। ইন্টার্ন চিকিৎসকদের মুখপ্রাত্র কুতুব উদ্দিন জানান, আমরা খবর শুনেছি। কিন্তু লিখিত আদেশ না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এদিকে মানববন্ধন চলাকালে ১ ঘন্টা আউট ডোরে চিকিৎসা সেবা বন্ধ ছিল এবং হাসপাতালের অন্যান্য চিকিৎসক মানববন্ধনে যোগ দেওয়ায় হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হয়। এতে চিকিৎসা নিতে আসা রোগী দুর্ভোগ পোহাতে হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার