নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আরিফুর রহমান (৩৭) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুর রহমান চাঁদপুর জেলার কতলতলী এলাকার জনাব আলীর ছেলে। তিনি উপজেলার বরপা এলাকার কেএসআরএম স্টিল মিলের কর্মকর্তা ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আরিফুর রহমান সকালে মিলের সামনে রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/০৮ জুলাই ২০১৭/এনায়েত করিম