গোপালগঞ্জে ৪শ’ ২ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বিকালে সদর উপজেলার সোনাকুড় গ্রামের একটি বাড়ি থেকে ফেন্সিডিলসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল-গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় গ্রামের কেরামত সিকদারের ছেলে মিলন সিকদার (৪৫) ও যশোর সদর উপজেলার শংকরপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী রূপা বেগম (৩৩)। এরা সম্পর্কে দুলাভাই-শ্যালিকা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, গোপালগঞ্জ শহরের মাদকের একটি বড় চালান ঢুকবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোনাকুড় গ্রামের মিলন সিকদারের বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ি থেকে একটি ব্যাগ ভর্তি ৪শ’ ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিক মাদক ব্যবসায়ী মিলন সিকদার ও বহনকারী তার শ্যালিকা রূপা বেগমকে (৩৩) গ্রেফতার করা হয়। তিনি অরো জানান, দীর্ঘ দিন ধরে রূপা যশোর থেকে ফেন্সিডিল নিয়ে গোপালগঞ্জে এসে তার দুলাভাই মিলনের বাসায় রেখে ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ফেন্সিডিলের মূল্য প্রায় ৩ লাখ ২১ হাজার টাকা।
বিডি প্রতিদিন/এ মজুমদার