নেত্রকোনার কেন্দুয়া-মদন সড়কের বুকবাজার নামক স্থানে মোটর সাইকেল চাপায় মিনা আক্তার (৪০) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। আজ সন্ধ্যায় দুর্ঘনায় আহত হলে ময়মনসিংহ নেওয়ার পথে তিনি মারা যান। এলাকাবাসী মোটরসাইকেল চালক শ্রী জয় সরকারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত মিনা বুক গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী।
কেন্দুয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, কেন্দুয়া উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বুকবাজর এলাকায় মোটরসাইকেল আরোহী এক নারী পথযাত্রীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ নেয়ার পথে তিনি মারা যান। এলাকাবাসী মোটরসাইকেল চালককে আটক করে থানায় সোপর্দ করেছে। মোটরসাইকেল চালক আশুজিয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের টুটন চন্দ্র সরকারের ছেলে শ্রী জয় সরকার।
বিডি প্রতিদিন/এ মজুমদার