অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, দীর্ঘ ৯ বছর অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনকালে সরকারি সম্পত্তি ও স্বার্থ রক্ষার্থে এবং জাতীর আকাঙ্খা যুদ্ধাপরাধীদের বিচারে আমি নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করেছি। যুদ্ধাপরাধীদের বিচারকালে আমাকে কেউ নীতি থেকে এক চুলও সরাতে পারেনি। বঙ্গবন্ধু হত্যা মামলা ও যুদ্ধাপরাধী সুষ্ঠু ও সফলভাবে পরিচালনা করছি। এ বিচার আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য।
শনিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল পত্র, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ বিভিন্ন গুণী লেখকদের বই বিতরণ শেষে সাংবাদিকদের নিকট এসব কথা বলেন তিনি।
মাহবুবে আলম বলেন, আগামী নির্বাচনের প্রত্যাশা নিয়ে মুন্সীগঞ্জ-২ আসনে বিচরণ করছি। যদি দল আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি জনগণের সেবা করার সুযোগ পাবো। আমি এ এলাকায় নতুন নই। এর আগেও প্রবীন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম ও জাতীয় নির্বাচনে জেনারেল ওসমানীর পক্ষে নির্বাচন করেছি। এখন এলাকায় ব্যাপক সাড়া পাচ্ছি। তৃণমূল নেতাকর্মীরা আমার সাথে আছেন।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বঙ্গবন্ধু, বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার জন্য উপজেলার মেদিনীমন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়, যশলদিয়া উচ্চবিদ্যালয়, হলদিয়া ও ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ বইগুলো তুলে দেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ড. আবু ইউসুফ ফকির, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মাসুদ হাসান চৌধুরী পরাগ, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র তরফদার, অ্যাডভোকেট মো. ছগির হোসেন, অ্যাডভোকেট সেতু ইসলাম, অগ্রসর বিক্রমপুর মোহাম্মদ নজরুল ইসলাম, বিশিষ্ট সংগঠক নাছির উদ্দিন জুয়েল, কনকশার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জসিম উদ্দিন দেওয়ান, টঙ্গীবাড়ী সোনারং ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মাঝি প্রমুখ।
বিডি প্রতিদিন/৫ আগস্ট ২০১৭/এনায়েত করিম