বরিশাল সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাবু খানকে (২০) কুপিয়ে আহত করেছে দলীয় প্রতিপক্ষ। আধিপত্য বিস্তার নিয়ে শনিবার রাত ৯টার দিকে চরবাড়িয়া ইউনিয়নের তালতলী বাজারে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবিদ হোসেনের অনুসারীরা তাকে অতর্কিতে কুপিয়ে মৃত ভেবে ফেলে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় তাকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত রাবু ওই এলাকার রাজ্জাক খানের ছেলে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। হামলাকারীদের নেতা আবিদ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমানের ছেলে।
নগরীর কাউনিয়া থানার ওসি মো. নুরুল ইসলাম পিপিএম জানান, এক যুবককে কুপিয়ে আহত করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছে। হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/০৬ আগস্ট ২০১৭/ই জাহান