হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাইফুল ইসলাম জিহাদ (৩০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে জিহাদকে তার বাড়ি থেকে আটক করেন চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলমাছ মিয়াসহ পুলিশের একটি দল।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জানান, চুনারুঘাটকে মাদকমুক্ত করতে পুলিশ তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে খবর পেয়ে জিহাদকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ০৬ আগস্ট ২০১৭/ ই জাহান