নীলফামারীর সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতিসহ দু’জনকে আটক করেছে র্যাব-১৩। শনিবার রাতে সৈয়দপুর শহরের ইসলামবাগ মহল্লার মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় আমেরিকান নাইন এমএম পিস্তলের একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলি।
আটকরা হলেন- কয় গোলাহাট মহল্লার সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকারের ছেলে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব সরকার সোহাগ (৩২) ও ফকিরপাড়া মহল্লার মৃত সমশের আলীর ছেলে সাইফুল ইসলাম জয় (৩৫)।
র্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্প সূত্র জানায়, আটকদের বিরুদ্ধে সৈয়দপুর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/৬ আগস্ট ২০১৭/হিমেল