ময়মনসিংহের ভালুকায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘অভ্যুদয়’র আহাবায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন রফিকুল ইসলাম পিন্টু ও সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বদরুল টিপু ওই কমিটির অনুমদন দেন।
কমিটিতে আসাদুজ্জামান সুমনকে আহবায়ক, ডাঃ মোঃ রেজাউল করিম অপু ও রফিকুর ইসলাম রিটন কে যুগ্ম আহবায়ক করে মোট ২১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।
কমিটিতে সদস্য পদে রয়েছেন মোঃ মোকছেদুর রহমান মামুন সরকার, আলী রেজা জুয়েব রাতুল, তারভীর হোসেন ইমন, মিসবাহুল ইসলাম সাদ, শাহাদাত হোসেন মানিক, সাজ্জাদুল ইসলাম সজিব, ফাতেমা সুলতানা পুবালী, ইসরাত বিন আলম মৌমি, রুমান আরিয়ান, ইমন তালুকদার সাগর, নাঈম খান, মোছাঃ হালিমা সুরুভী, তুরা রায়, জাহিদুল ইসলাম জিনু, শামিম আহাম্মেদ, আবদুল্লাহ আনছারী আকরাম, মাসুদ শেখ, সাখাওয়াত হোসেন সুমন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন