গাজীপুরের কালীগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি তৌহিদুর ইসলাম রিমনকে (২৭) গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যরা।
শনিবার দিবাগত রাতে রিমনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিমন বিএনপির সাবেক সংসদ সদস্য মোখলেছুর রহমানের জিতু মিয়ার ছেলে হাবিবুর হাবিবুর বহমান ফয়সাল হত্যার প্রধান আসামি ছিল ।
রবিবার সকালে গাজীপুর র্যাব-১ এর কোম্পানি কমান্ডর মো. মহিউল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকাল ১১ টায় গাজীপুরের পোড়াবাড়ি র্যাব-১ ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য গত ৩০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে ভাদগাতি এলাকায় গুলি করে হত্যা করা হয় ফয়সালকে। এ ঘটনায় মঙ্গলবার রাতে নিহতের বড়বোন মাসুমা সুলতানা মুক্তা (৫২) বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তৌহিদুর ইসলাম রিমনকে প্রধান আসামি করে ৬জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়।
বিডি-প্রতিদিন/ ৬ আগস্ট, ২০১৭/ তাফসীর