পঞ্চগড়ের নয় গুণীজনকে সম্মাননা প্রদান করা করেছে জেলা শিল্পকলা একাডেমী। সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন বিষয়ে বিশেষ অবদান রাখার জন্য এই সম্মাননা জানানো হয়। জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে শনিবার রাতে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
জেলা প্রশাসক অমল কৃষ্ণমন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক আব্দুল হালিম। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক প্রহ্লাদ চন্দ্র বর্মণ, সাংস্কৃতিক অফিসার জাকির হোসেন প্রমুখ।
পদক প্রাপ্তরা হলেন লোকসংস্কৃতিতে জাহাঙ্গীর আলম, নৃত্যকলায় রুখশানা আরা হক কেয়া, যন্ত্র সঙ্গীত শহাজাহান আলী বাউল, কন্ঠ সঙ্গীতে বিপ্লব কুমার বুলেট। নাট্য কলায় আনোয়ারুল কহ বাবুল, লোক সংস্কৃতিতে বীর মুক্তিযোদ্ধা তাজিমউদ্দিন, যন্ত্র সঙ্গীতে দুলাল চন্দ্র বর্মণ, আবৃত্তিতে হুমায়ুন কবির মজুমদার এবং কন্ঠ সঙ্গীতে ওযাজেদ আলী।
সম্মাননা প্রাপ্তদের হাতে স্মারক, উত্তরীয় এবং ১০ হাজার টাকা তুলে দেন অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৭/ওয়াসিফ