বগুড়ায় যমুনা নদীতে অস্বাভাবিকভাবে পানি বাড়ছে। বগুড়ার সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বর্তমানে বিপদসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সারিয়াকান্দি ধুনট ও সোনাতলা উপজেলার নদী তীরবর্তী এলাকার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে।
বাড়িতে পানি ওঠায় লোকজন বন্যা নিয়ন্ত্রন বাঁধে আশ্রয় নিয়েছে। তিন উপজেলার মধ্যে সারিয়াকান্দিতে ৯টি ইউনিয়নের নিম্মাঞ্চল ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। সারিয়াকান্দির মধ্যে কামালপুর কুতুবপুর ও চন্দনবাইশা ইউনিয়নে সবচেয়ে বেশি বাড়িতে পানি উঠেছে।
এদিকে, বাড়িতে পানি উঠায় যমুনার তীরবর্তী এলাকার মানুষরা স্থানীয় বন্যা নিয়ন্ত্রন বাঁধের ওপর আশ্রয় নিচ্ছে।
বিডি-প্রতিদিন/১৪ আগস্ট, ২০১৭/ওয়াসিফ